করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের শঙ্কায় থাকা ভারতে দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে দেশটিতে করোনার টিকা দেওয়ায় কার্যক্রম জোরালো করা হয়েছে।
শুক্রবার টিকা দেওয়ার ক্ষেত্রে রেকর্ড গড়েছে ভারত। এদিন দেশটিতে ১ কোটির বেশি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনেই ১ কোটি ৬৪ হাজার ৩২টি ডোজ টিকা দেওয়া হয়েছে। যা ভারতে এ যাবতকালের সর্বোচ্চ। গত ১৭ আগস্ট ৮৮ লাখ মানুষকে একদিনে করোনার টিকা দেয় ভারত।
যারা টিকা নিয়েছেন এক টুইট বার্তায় তাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে ভারতের ৮০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।
এদিকে শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় ৫০৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন।
এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৭ হাজার ৩৭০ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৪৭ মানুষ।
গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।
গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।
সোর্স: যুগান্তর